Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্জিন ঋণের সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ২০:৫৮

ঢাকা: স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৭৫৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের কাছ থেকে কস্ট অব ফান্ডের সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে। কিন্তু কোনোভাবেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।

সারাবাংলা/জিএস/টিআর

বিএসইসি মার্চেন্ট ব্যাংক মার্জিন ঋণ সুদের হার স্টক ব্রোকার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর