এক প্রার্থীর ভাই নিহত, ৫ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থীর লাশ উদ্ধার
১৪ জানুয়ারি ২০২১ ০৯:১৩
ঝিনাইদহ: শৈলকুপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক প্রার্থীর ভাই নিহত হওয়ার পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থী আলমগীর হোসেন খানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) গভীররাতে স্থানীয় কুমার নদীতে শ্যাওলার ভেতর দাঁড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ আনোয়ার সাঈদ এ খবর নিশ্চিত করেছেন।
আনোয়ার সাঈদ আরও জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই সংঘর্ষের পর পালাতে গিয়ে নদী পার হওয়ার সময় তীব্র শীতে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে আর কিছু জানাতে রাজি হয়নি তিনি।
এর আগে শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে উপজেলার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন (ডালিম মার্কা) ও আলমগীর হোসেন খানের (পাঞ্জাবী মার্কা) সমর্থকদের মাঝে নির্বাচনি প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ দুজন আহত হন। বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হয়তো সেই অভিযানের ভয়েই পালাতে গিয়ে প্রাণ গেল আলমগীর হোসেন খানের।’
সারাবাংলা/এএম