বিদায়বেলা দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসন
১৪ জানুয়ারি ২০২১ ১১:৪৮
দ্বিতীয়বারের মতো অভিশংসন করা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ১৩ জানুয়ারি তার বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব ২৩২-১৯৭ ভোটে গৃহীত হয়েছে। তার নিজের দলের ১০ আইনপ্রণেতাও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।
এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দফা অভিশংসন করা হয়। দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুই বার অভিশংসিত হলেন।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।
গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্টের ক্যাপিটল ভবনে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এ হামলার ঘটনায় পাঁচজন নিহত হন।
অভিশংসন প্রস্তাব কংগ্রেসে গৃহীত হওয়ার পর ট্রাম্প একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ওই ভিডিও বার্তায় অভিশংসন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি। ভিডিও বার্তায় বলেছেন, ৬ জানুয়ারি সহিংসতায় দায়ীদের বিচারের সম্মুখীন করা হবে। মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতার কোনো স্থান নেই। যারা এসব করবে, তারা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের ক্ষতি করবে।
সারাবাংলা/এএম