করোনার ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রে ১ কোটি নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১ ১৬:০০
১৪ জানুয়ারি ২০২১ ১৬:০০
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এক কোটিরও বেশি নাগরিক কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। বুধবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।
সিডিসির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পাঠানো ফাইজার ও মডার্নার ২ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ১২৫ ডোজ ভ্যাকসিনের মধ্যে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৪৬২ ডোজ টিকা মানুষকে দেওয়া হয়েছে।
এ সংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৩.১ শতাংশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩৩ কোটি। তবে এখন পর্যন্ত শিশুদের জন্য এ ভ্যাকসিন সহজলভ্য করা যায়নি। সূত্র: বাসস।
সারাবাংলা/এএম