Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুক হত্যা: আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২১ ১৮:৩২

ঢাকা: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি আলমগীর হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন ও রুহুল কুদ্দুস কাজল।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি আলমগীর হোসেনকে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, আজ তা স্থগিত করেছেন আপিল বিভাগ।

চলতি মাসের শুরুতে আসামি আলমগীর হোসেন হাইকোর্টে থেকে জামিন পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সাবেক এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/ ১২০/৩৪ ধারায় সংসদ সদস্য রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষগ্রহণ পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আপিলে স্থগিত আসামি আলমগীর হোসেন ফারুক হত্যা মামলা বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা হাইকোর্টের জামিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর