বাসায় ফিরেছেন ‘অপহৃত’ ব্যবসায়ী সজল
১৮ মার্চ ২০১৮ ১৫:১৮ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৫:৩১
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে অপহরণ হওয়ার অভিযোগের এক সপ্তাহ পর বাসায় ফিরেছেন ব্যবসায়ী সজল চৌধুরী।
রোববার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে আসেন তিনি। সজল চৌধুরীর মা দেলোয়ারা বেগম ছেলের ফিরে আসার তথ্য জানান।
সজলের মা জানান, অপহরণকারীরা রোববার ভোরে সজলকে নোয়াখালীতে একটি সড়কের পাশে ফেলে যায়। তারা সজলের পকেটে দুই হাজার টাকাও দেয়। এরপর সজল একটি গাড়ি ভাড়া করে ঢাকায় আসে।
কারা, কেন সজল চৌধুরীকে ধরে নিয়ে গিয়েছিল তা জানাতে অপরাগতা প্রকাশ করেন দেলোয়ারা বেগম। তিনি বলেন, সজলকে অপহরণকারীরা মারধর করেছে। সে খুব ভয় পেয়েছে। সজল বিস্তারিত এখনো কিছু জানায়নি।
গত ১১ মার্চ ডিবি পরিচয়ে সজলকে তুলে নিয়ে যাওয়ার পর মা দেলোয়ারা বেগম ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। সজল চৌধুরী জাহাজ ভাঙা শিল্পের ব্যবসায় যুক্ত আছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকে একটি ছয়তলা ভবনে ছেলে ও মাকে নিয়ে ভাড়া থাকেন সজল।
সারাবাংলা/ইউজে/ এমএইচ