মানুষ কাজের মাধ্যমে বেঁচে থাকে: পরিকল্পনামন্ত্রী
১৪ জানুয়ারি ২০২১ ১৬:১০
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ তার কাজের মাধ্যমেই বেঁচে থাকে। ভালো কাজগুলো কর্মজীবনের অন্যতম সাক্ষ্য হিসেবে রয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলামের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পিআরএলে যাওয়া সচিবের জন্য শুভকামনা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন আসাদুল ইসলাম। এরপর ২০০-২০১১ সাল পর্যন্ত চাকরি করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বিভিন্ন পদে সরকারি চাকরি করে ২০১৮ সালের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পান তিনি।
প্রায় দেড় বছর পর ২০২০ সালের ৯ জুন আসাদুল ইসলাম সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। এসময় তার পদায়ন হয় পরিকল্পনা বিভাগে। আগামীকাল শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন আসাদুল ইসলাম।
এসময় বক্তরা বলেন, একজন সফল মানুষ হিসেবে অবসরে যাচ্ছেন আসাদুল ইসলাম। তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনেও তার স্বাক্ষর রেখেছেন। তার পরবর্তী জীবনের জন্য সমৃদ্ধি কামনা করেন সবাই।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ ও মামুন আল রশিদ।
সারাবাংলা/জেজে/টিআর
অবসরোত্তর ছুটি আসাদুল ইসলাম এলপিআর পরিকল্পনা সচিব পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান