আদালত চত্বরে মারামারি, ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
১৪ জানুয়ারি ২০২১ ২২:০৭
টঙ্গী (গাজীপুর): গাজীপুর জেলা জজ কোর্ট চত্বরে আইনজীবীর সহকারীকে তুলে নেওয়ার চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন— গাজীপুর মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সানি ও সাংগঠনিক সম্পাদক রিপন। ভুক্তভোগী সৌরভ গাজীপুর জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট রিপন সরকারের সহকারী হিসেবে কাজ করে আসছেন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সানি ও সাংগঠনিক সম্পাদক রিপনের নেতৃত্বে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী জজ কোর্ট চত্বর থেকে সৌরভকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়িতে তুলতে না পেরে সন্ত্রাসীরা সৌরভকে মারধর শুরু করে।
পরে পুলিশ এগিয়ে এসে আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে এবং ছাত্রলীগ নেতা ইব্রাহীম সানি ও রিপনকে গ্রেফতার করে গাজীপুর সদর থানায় নিয়ে যায়। সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা থেকে পুলিশের ফোর্স গেলে রাত সাড়ে ৮টায় গ্রেফতার দু’জনকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আমাদের সহযোগিতায় সদর থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। এখন আমাদের থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর