Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ – জনজীবন স্থবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২১ ২৩:৩৭

কুড়িগ্রাম: জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নিম্নগামী হয়ে পড়ছে। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কনকনে ঠাণ্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিকেল হলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি এবং তা অব্যাহত থাকছে পরের দিন দুপুর পর্যন্ত।

এদিকে, গরম কাপড়ের অভাবে চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে দরিদ্র পরিবারের শিশু এবং বৃদ্ধরা। বিশেষ করে কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে সময়মত কাজে বের হতে পারছেন না বলে জানিয়েছেন অনেক শ্রমিক। ফলে, তাদের আয় রোজগারও কমে গেছে। রাত নামলে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

ওদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ইনডোরের পাশাপাশি আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছে অন্তত ৮০০ থেকে ৯০০ রোগী, তাদের বেশিরভাগই শীতজনিত অসুস্থতায় ভুগছেন।

শীতের প্রকোপ বৃদ্ধির ব্যাপারে জেলা কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে বলেও জানান তিনি।

সারাবাংলা/একেএম

কুড়িগ্রাম জনজীবন স্থবির মৃদু শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর