Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে ভূমিকম্পে ৩৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১ ১২:১২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৪:২৬

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে ভূম্পিকম্পে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। হতাহত অনেকেই এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা রয়েছেন।

রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার (১৫ জানুয়ারি) আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়বে।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, ভূমিকম্পের সময় হাজারো আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। সুনামির আশঙ্কায় মোটরসাইকেলে করে উঁচু স্থানের দিকে ছুটতে থাকেন তারা। যদিও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।

দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, ভূমিকম্পের কারণে কমপক্ষে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

উল্লেখ্য, মাত্র দুই বছর আগে ২০১৮ সালে এই দ্বীপের পালু শহরে একই মাত্রার ভূমিকম্প আঘাত হানলে সুনামি হয়। এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারান।

সারাবাংলা/এএম

ইন্দোনেশিয়া ধ্বংসস্তূপ ভূমিকম্প সুলাওয়েশি দ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর