Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোয় বিদ্রোহী হামলায় মৃত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১ ১৩:৫৩

কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় অন্তত ৪৬ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক প্রাদেশিক কর্মকর্তা গণমাধ্যপমকে এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডজিও গিডি টেলিফোনে আল-জাজিরাকে জানিয়েছেন, উগান্ডাভিত্তিক সশস্ত্র গ্রুপ অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) ওই হামলা চালিয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে, ২০১৯ সাল থেকে ওই সশস্ত্র গ্রুপ কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা চালিয়ে অন্তত এক হাজার প্রাণহানি ঘটিয়েছে বলে জানান জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষকরা।

এদিকে, কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি’র সীমান্ত সংলগ্ন অঞ্চলে অন্তত ১০০ বিদ্রোহী গ্রুপ সক্রিয় রয়েছে। অতীতে এডিএফ’র চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

তবে, ওই দুই গ্রুপের মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

সারাবাংলা/একেএম

কঙ্গো বিদ্রোহী হামলা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর