Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনোখুনি বন্ধ করুন: শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২১ ২০:২১

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনী সংঘাত বন্ধে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর চকবাজার ওয়ার্ডে গণসংযোগের সময় পথসভায় তিনি এ দাবি জানান।

শাহাদাত বলেন, ‘প্রতিটি নিবার্চনের আগে নিয়ম অনুযায়ী সকল বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন তৎপর থাকে। কিন্তু চসিক নিবার্চনের আগে প্রশাসন এখনও পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান কিংবা বৈধ অস্ত্র জমা নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এর ফলে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি ও হানাহানি শুরু হয়েছে।’

তিনি আর বলেন, ‘পাঠানটুলিতে একজন খুন হয়েছেন। বাকলিয়ায় একজন খুন হয়েছেন। আমাদের আশঙ্কা নির্বাচন যতই ঘনিয়ে আসবে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা এসব অস্ত্র সাধারণ ভোটার ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করবে। আমরা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে খুনোখুনি বন্ধের দাবি করছি।’

পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর