কেলেঙ্কারির দায় নিয়ে নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ
১৬ জানুয়ারি ২০২১ ১২:৪৭
শিশু কল্যাণ তহবিলের টাকা নেওয়ার ক্ষেত্রে হাজারো পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার দায়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট ও তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, হাজারো অভিভাবকের বিরুদ্ধে শিশু ভাতাপ্রাপ্তির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছিলো নেদারল্যান্ডস সরকার। এজন্য ওইসব পরিবারকে অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। অভিযোগ তদন্তে দেখা যায়, সঠিক জায়গায় সই না থাকা, কিংবা ফরম পূরণের ক্ষেত্রে ভুলের জন্যও অনেক পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর মার্ক রুট সাংবাদিকদের বলেন, নিরপরাধ অনেক মানুষকেই অপরাধীর কাতারে ফেলা হয়েছে। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দায় মন্ত্রিসভার ওপরই বর্তায়।
এর আগে নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুট। সেখানে সর্বসম্মত সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতারণার অভিযোগ আনেন কর কর্মকর্তারা। এসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতেও বাধ্য করা হয়। ফলে বহু পরিবার নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। বহু পরিবারকে হারাতে হয় ঘর।
সারাবাংলা/এএম