Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ৩ মে’র পর ২৪ ঘণ্টায় সবচেয়ে কম শনাক্ত

সারাবাংলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১ ১৬:৩১

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জনে। এই সময়ে ৫৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা ২০২০ সালের ৩ মে’র পর সবচেয়ে কম, ওই দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬৫ জন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে অ্যান্টিজেনসহ ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৪৪ হাজার সাতটি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সারাবাংলা/এমআই

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর