ঢাকা: পিএইচডি কোর্সে কমনওয়েলথ বৃত্তির জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৮৬ জনের মধ্য থেকে ৩৩ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে কমিশন।
ছয়টি ক্যাটেগরির ৩১টি বিষয় থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে কমনওয়েলথ কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন সিস্টেম (ইএএস) ফরম পূরণ করতে হবে। এরপর ২২ জানুয়ারির মধ্যে যেকোনো দিন অফিস সময়ে ইউজিসিতে হার্ডকপি জমা দিতে হবে।
করোনার ঝুঁকির কারণে এবার মাস্টার্সের জন্য কোনো স্কলারশিপ দেওয়া হচ্ছে না, এর বদলে পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এই বৃত্তি পেতে এবার মোট ৩৩৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে যোগ্য ২৮৬ জনের ফিটলিস্টের তালিকা করে গত ১১ জানুয়ারি প্রকাশ করে ইউজিসি। সেখান থেকে ৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।