Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আ.লীগ ১, বিএনপি ১, অপরটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ২১:০৮

বগুড়া: জেলার তিনটি পৌরসভা নির্বাচনে একটি আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং অপর একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র এসব তথ্য জানিয়েছে।

মেয়র পদে নির্বাচিতরা হচ্ছেন- সারিয়াকান্দিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি, সান্তাহারে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টো এবং শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা।

বিজ্ঞাপন

জানা গেছে, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৬ হাজার ৫৭৪ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী ভোট পেয়েছেন ৪৯৪টি। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

সান্তাহার পৌরসভায় ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্ট। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।

এছাড়া শেরপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা ৯ হাজার ২৬২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছাত্তার পেয়েছেন ৫ হাজার ৯৯ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুন্ডু পেয়েছেন ৩ হাজার ৩৬৩ ভোট।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর