Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় নির্বাচন: ফের জয়ী মুসাভেনি, শঙ্কায় ববি ওয়াইন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১ ১৯:০৫

উগান্ডার সাধারণ নির্বাচনে টানা ষষ্ঠ বারের মতো জয় পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় রেগে গায়ক ববি ওয়াইন ফলাফল প্রত্যাখান করে বলেছেন, তিনি নিজের এবং তার স্ত্রীর জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। খবর বিবিসি।

রোববার (১৭ জানুয়ারি) ববি ওয়াইন বিবিসিকে জানিয়েছেন – সরকারিভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা হলেও, অভ্যন্তরীণভাবে নানান অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এর আগে, নির্বাচনি প্রচারণা চালানোর সময় নানা ধরনের সহিংসতা এবং কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর গণমাধ্যমে এসেছিল।

এদিকে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় শনিবার (১৬ জানুয়ারি)। নির্বাচিত প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনি এই নির্বাচনকে উগান্ডার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন বলে দাবি করেছেন।

ওদিকে, ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। অনেক নির্বাচন পর্যবেক্ষক মনে করছেন – ইন্টারনেট ব্ল্যাকআউটের সুযোগ নিয়ে ভোট গণনায় কারচুপি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে, উগান্ডার একজন মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন – যত দ্রুত সম্ভব দেশটির ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে।

এ ব্যাপারে উগান্ডার নির্বাচন কমিশ্নের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট এক কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৫৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অন্যদিকে, বিবিসি’র সঙ্গে টেলিফোনে আলাপকালে ববি ওয়াইন জানিয়েছেন – তিনি তার স্ত্রীসহ বাড়িতে অন্তরীণ হয়ে আছেন। তার বাড়ি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

পাশাপাশি, নির্বাচনের কারচুপি এবং অনিয়ম সংক্রান্ত অনেক ভিডিও তার কাছে রয়েছে। ইন্টারনেট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেগুলো অনলাইনে ছড়িয়ে দেবেন।

সারাবাংলা/একেএম

ইওভেরি মুসাভেনি উগান্ডা নির্বাচন ববি ওয়াইন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর