অস্ত্রসহ ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ
১৮ জানুয়ারি ২০২১ ১৬:২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্টেট কাউন্সিলগুলোর আশপাশে জড়ো হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থরা। এ সময় তাদের অনেকের হাতেই অস্ত্র ছিল।বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ করেন।
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার পর রোববার (১৭ জানুয়ারি) নতুন করে এই উত্তেজনা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে—ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহিওসজ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে অনেক জায়গায় স্টেট কাউন্সিল শান্ত থাকায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এর আগে আগামী বুধবার (২০ জানুয়ারি) জো বাইডেনের অভিষেকের আগে সশস্ত্র বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যকে সতর্ক করেছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এরপরই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া ক্যাপিটল হিলের কয়েক মাইল দূরে রাস্তায় কংক্রিট ও ধাতব বেড়া দিয়ে অবরোধ করা হয়। বিভিন্ন সড়কে বসানো হয় নিরাপত্তা চৌকি।
এদিকে করোনা (কোভিড-১৯) মহামারির কারণে দেশের জনগণকে শপথ অনুষ্ঠানে সরাসরি যোগ না দেওয়ার জন্য অনুরোধ করেছেন যো বাইডেনের দল।
সারাবাংলা/এনএস