লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে ধলেশ্বরীতে নদীতে পড়ে নিখোঁজ ১
১৮ জানুয়ারি ২০২১ ১৬:১৪
মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছে।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আতিক এই তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ ব্যক্তি কাঁচামাল ব্যবসায়ী মো. জয়নাল (৩৮)। তিনি মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।
নৌপুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ছয় জন কাঁচামাল ব্যবসায়ী। পথিমধ্যে একটি লঞ্চ তাদের ট্রলারে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়েন। এসময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন।
জয়নালকে উদ্ধার করতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলারটি উদ্ধার করে মুক্তারপুর নৌ ফাঁড়িতে রাখা হয়েছে, বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এনএস