Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গে নির্বাচন: নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১ ১৮:২০

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। খবর ডয়চে ভেলে।

সোমবার (১৮ জানুয়ারি) পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

এদিকে, তৃণমূলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর সোমবারই প্রথম নন্দীগ্রামে সভা করলেন মমতা।

অন্যদিকে, মমতা যখন নন্দীগ্রামে তখন দক্ষিণ কলকাতায় মমতার ভোটার অধ্যুষিত এলাকায় জনসভা শুরু করেন শুভেন্দু। সদ্য বিজেপিতে যোগ দেওয়া মেদিনীপুরের ওই নেতা জানিয়েছেন, মমতার সমস্ত প্রশ্নের উত্তর মঙ্গলবারই (১৯ জানুয়ারি) নন্দীগ্রামে সভা করে দেবেন তিনি।

এর আগে, ২০১১ সালের নির্বাচনেও নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ২০০৭ সালের ১৪ মার্চ বামফ্রন্ট সরকারের নির্দেশে নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ। সে সময় ১৪ জনের মৃত্যু হয়েছিল। তখন নন্দীগ্রামকে পশ্চিমবঙ্গের রাজনীতির মূল ইস্যু হিসেবে সামনে নিয়ে এসেছিলেন মমতা। সেখানে তার প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি দলত্যাগী হয়েছেন।

মমতা ব্যানার্জি জানিয়েছেন, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়বেন তিনি। অর্থাৎ, জোড়া সিটে লড়াই করবেন মমতা। শুভেন্দু চলে যাওয়ার পরে নন্দীগ্রাম যে তার কাছে চ্যালেঞ্জ, এ দিনের সভায় তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

ওদিকে, ঘোষণা না হলেও শুভেন্দুই যে বিজেপির প্রার্থী হিসেবে নন্দীগ্রাম থেকে লড়বেন, তা মোটামুটি স্পষ্ট। ফলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকে রাজনৈতিক দ্বৈরথে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, এবারের ভোটে নন্দীগ্রামই রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ২০১১ সালে নন্দীগ্রাম যে পালা বদল ঘটিয়েছিল, এবারের ভোটেও সেই নন্দীগ্রাম ‘কিং মেকার’ হয়ে উঠতে পারে।

বস্তুত, নন্দীগ্রামে যদি মমতাকে শুভেন্দু হারিয়ে দিতে পারেন এবং বিজেপি যদি ম্যাজিক ফিগার পার করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দুর দাবি অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে, নন্দীগ্রামে মমতার কাছে শুভেন্দু হেরে গেলে তা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে বড়সড় ধাক্কার কারণ হবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ভেঙে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলীয় প্রতীক জোড়া ঘাসফুল ও স্লোগান ‘মা-মাটি-মানুষ’। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে এককভাবে ১৮৪ আসন পেলেও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভার ২২৭ আসন নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে তারা। ২০১৬ সালে বিধানসভা ভোটে ২৯৪ আসনের মধ্যে এককভাবে ২১১ আসন পেয়ে আবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

সারাবাংলা/একেএম

তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর