বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নেই: তথ্যমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২১ ২০:১৭
ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ‘বাংলাদেশ ভবিষ্যতে আল-কায়েদার কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে’- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আল-কায়েদার কোনো উপস্থিতি নেই।
সোমবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর অজ্ঞতাবশত এই বক্তব্য খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সহিংসতা দেখা দিয়েছে, সেখানে পার্লামেন্টে হামলায় কয়েকজন নিহত হয়েছেন, যা আমাদের দেশ কিম্বা আশেপাশের কোনো দেশে কখন হয়নি। এবং এফবিআই তথ্য দিচ্ছে, তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের দিন যুক্তরাষ্ট্রব্যাপী সহিংসতা ছড়াতে পারে।’
তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে সন্ত্রাসবাদ দমন করা আমাদের সম্মিলিত দায়িত্ব এবং লক্ষ্য। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং বর্ণবাদ এ দুটির ব্যাপারে তাদের আরও মনোযোগী হওয়া উচিত।’
সারাবাংলা/জেআর/পিটিএম