‘আ.লীগের অস্ত্র মোকাবিলা করেই ভোটকেন্দ্রে থাকতে হবে’
১৮ জানুয়ারি ২০২১ ২১:১৮
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এত মামলা-হামলা, গুম-খুনের পরও আমাদের নেতাকর্মীরা যেভাবে মনোবল ঠিক রেখে ঝাঁপিয়ে পড়েছে, ইনশল্লাহ ২৭ জানুয়ারি আমরাই জয়ী হব। আওয়ামী লীগের অস্ত্র মোকাবিলা করে মনোবল ঠিক রেখে নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থাকতে হবে। তাহলে আমরা নিশ্চিতভাবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে পারব।’
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থনে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।
বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আমীর খসরু বলেন, ‘চট্টগ্রামে বিএনপি অত্যন্ত শক্তিশালী। বিএনপির জনপ্রিয়তা আছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে কোনো নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হতে পারেনি। দখলের নির্বাচন হলে ভিন্ন কথা। আমাদের মেয়র প্রার্থী শাহাদাত হোসেনও অনেক জনপ্রিয়। কিন্তু মনে রাখতে হবে, জনপ্রিয় হলেই নির্বাচনে জেতা যায় না। এজন্য নেতাকর্মীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। জনগণের সঙ্গে সমন্বয় থাকতে হবে। ইনশল্লাহ আমরা পারব। চট্টগ্রাম মহানগরীতে নির্বাচন করার অভিজ্ঞতা আমাদের সবার আছে।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভোটের শুরু থেকে একেবারে গণনা পর্যন্ত, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সকলে একতাবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভোটকেন্দ্রে থাকতে হবে। দুর্বৃত্তায়নের রাজনীতি থাকবে, কারণ আওয়ামী লীগ এর থেকে বের হতে পারবে না। কিন্তু যারা অস্ত্র হাতে নিয়ে রাস্তায় বের হয় মনে রাখতে হবে তারা সবচেয়ে বেশি দুর্বল। আওয়ামী লীগের অস্ত্র মোকাবিলা করে মনোবল ঠিক রেখেই ভোটকেন্দ্রে থাকতে হবে। তাহলে আমরা নিশ্চিতভাবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে পারব।’
আমীর খসরু আরও বলেন, ‘যারা জনগণের ভোট কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে ২৭ জানুয়ারি আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামব। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।’
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচন চাই, একটি সুন্দর শহর চাই, একটি স্মার্ট সিটি চাই। এমন একটি নির্বাচন হতে হবে যাতে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু চট্টগ্রাম আজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিভিন্নস্থানে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির প্রচারণায় বাধা দিচ্ছে। বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার হচ্ছে না। বরং দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।’
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে ও নগর কমিটির সদস্য সচিব আবুল হাসেম বক্করের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মশিউর রহমান বিপ্লব।
সারাবাংলা/আরডি/এমআই