Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর সামনে ট্রেনে কাটা পড়লেন বাবা


১৮ মার্চ ২০১৮ ১৭:৪৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেললাইনে শিশু-সন্তানের সামনে ট্রেনে কাটা পড়ে আব্দুর রশিদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রশিদ কুমিল্লা মুরাদনগরের তাঞ্জিরপার গ্রামের হাজী আবুল হাশেমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানি চাকরি করতেন।

মৃত আব্দুর রশিদের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, ‘মামা চাটখিল উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করতেন। তিনি স্ত্রী মাজিয়া সুলতানা ও দুই সন্তান নিয়ে সেখানেই থাকতেন।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘মামার চোখের সমস্যা ছিল। ডাক্তার দেখানোর জন্য কয়েকদিন আগে ৭ বছরের  ছেলে আবরারকে নিয়ে তার বাসা খিলগাঁও বাগিচারটেক এলাকায় আসেন। সে সময় তিনি ছেলেকে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে পায়ে হেঁটে বাগিচার রেললাইন পার হচ্ছিল। ওই মুহূর্তেই একটি ট্রেন চলে আসে। এবং তাকে ধাক্কা দিয়ে চলে যায়।’

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় রশিদ। পথচারীররা রশিদকে উদ্ধার করে মুগদা জেলারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএস/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর