Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএলআরআই’তে গড়ে উঠেছে ভেষজ বাগান, মিলছে নানা ওষুধ

মো. শরিফ শেখ, লোকাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ০৮:০৭

সাভার: সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গড়ে উঠেছে ব্যতিক্রমী এক ভেষজ বাগান। একসময় চিকিৎসার জন্য মানুষ ছুটে যেত গাছের কাছে, এখন সেই মানুষের কারণেই বিলুপ্তের পথে ওষধি গাছ। বিলুপ্তপ্রায় নানারকমের দুর্লভ সেইসব গাছই এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএলআরআই’তে। এসব গাছ থেকে তৈরি হচ্ছে কিডনি, লিভারসহ হৃদরোগের নানা ওষুধ।

গবেষকরা বলছেন, দেশের আশপাশে ছড়িয়ে থাকা অনেক গাছের ওষধি গুণ রয়েছে। গ্রামাঞ্চলের মানুষজন এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছেন। চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে আয়ুর্বেদিক পদ্ধতিতে গাছপালার নানা ব্যবহার রয়েছে। সেই লক্ষ্যে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এই বাগান গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. নাথুরাম সরকারের উদ্যোগে গড়ে ওঠা এই বাগানে রয়েছে- কাঁঠালিচাঁপা, মনিরাজ, নিশিন্দা, সর্পগন্ধা, পান পারাগ, অর্জুন, অশোক, কানাইডিঙ্গা, জয়তুন, চাওলধোয়া, হিজল, ছাতিম, ম্যাতা রম্বা, কুয়া চন্দন, হরিতকী, বিলিম্বি, বেল, কদবেল, অড়বড়ইসহ দুর্লভ সব ওষধি গাছ।

‘যদি হয় রোগ বালাই, গাছের কাছে চলো যাই’, হাজার বছর ধরে মানুষের এমন নির্ভরতাই তৈরি হয়েছে গাছের প্রতি। ওষধি গাছের ফল, ছাল, বাকল, পাতা সংগ্রহ থেকে প্রস্তুত হচ্ছে দুরারোগ্য রোগ নিরাময়ের অনেক ভেষজ ওষুধ। সে কারণেই অসংখ্য দুর্লভ আর বিলুপ্তপ্রায় ওষধি গাছ নিয়ে ব্যতিক্রমী এই ভেষজ বাগান গড়ে তুলেছেন ড. নাথুরাম সরকার।

বৃক্ষপ্রেমী ছাড়াও শিক্ষার্থী, গবেষক, উদ্ভিদবিজ্ঞানী, আয়ুর্বেদিক চিকিৎসকসহ অনেকের কাছেই এই বাগান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বর্তমানে চিকিৎসাসহ মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে এখানকার বিরল প্রজাতির গাছগাছালি উন্মুক্ত করে দেওয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিএলআরআই মহাপরিচালক ড. নাথুরাম সরকার বলেন, ‘মানুষের জীবনের জন্য আশীর্বাদ হয়ে বেড়ে ওঠা অসংখ্য দুর্লভ আর বিলুপ্তপ্রায় ওষধি গাছ নিয়ে ব্যতিক্রমী এই ভেষজ বাগান আমরা গড়ে তুলেছি। অনেক গাছই আমাদের ঘরের আশপাশে অযত্নে, অবহেলায় বড় হয়ে ওঠে। আবার সংরক্ষণের অভাবে অনেক গাছ ও উদ্ভিদ এখন হারিয়ে যেতেও বসেছে। আমরা সেগুলোই সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশে প্রায় ১ হাজার ৫০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে অন্তত ৮০০ প্রজাতির গাছ ও উদ্ভিদের ওষধি ক্ষমতা রয়েছে, যার সবগুলোই বাগানে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

ওষুধ বিএলআরআই ভেজষ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর