‘সচিব কীভাবে বলতে পারেন— বিলটা পাস করে দেব’
১৯ জানুয়ারি ২০২১ ১৪:৫৪
ঢাকা: বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য ‘আন্ডারমাইন অব দ্য পার্লামেন্ট’। অদ্ভুত লাগে কেবিনেট সেক্রেটারি উনি ব্যাখ্যা করছেন যে ২৮ তারিখে আমরা বিলটা পাস করে রেজাল্ট দিয়ে দেব। তিনি কীভাবে আগেই তা বলতে পারেন?” কেবিনেট সেক্রেটারির এরকম বক্তব্যে সংসদ সদস্যদের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৯৬ অধিকতর সংশোধনকল্পে আনা একটি বিল ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল-২০২১ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী।
ফখরুল ইমাম বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব কী করে আগেই বলে দেন, রেজাল্ট দিয়ে দেবেন। এটা আমার আপত্তি রইল। অর্ডিন্যান্সে ১৯৯৬ পাওয়ার অব গভর্নিং বডি পরিবর্তন করেছেন। সেখানে কন্ট্রোল অব এক্সামিনেশনকে পাওয়ার দেওয়া আছে, সেটা কিন্তু বন্ধ করা হয় নাই। কাজেই এটা কি পাওয়ার অব গভর্নিং বডি পারে? নাকি আলাদাভাবে পাওয়ার অব এক্সামিনেশনের নির্দেশনায় এটা করবে। তাছাড়া সংবিধানের ১৭ ধারায় পরীক্ষারও কথা বলা আছে। এখন পরীক্ষাও তুলে দেবেন, এটাতে সংবিধানের ধারা ১৭ ধারা সাথে সাংঘর্ষিক হবে কি না, আপনার (স্পিকার) কাছে উপস্থাপন করলাম। ওখানে পরীক্ষার কথা বলা আছে, পদ্ধতির কথাও বলা আছে। আজ পরীক্ষার ব্যতয় হচ্ছে, সেটা আজ সাংঘর্ষিক কি না সেটা আপনার কাছে তুলে ধরলাম।’
এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে সংসদে বিল উত্থাপন
আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফখরুল ইমাম বলেন, ‘সুপ্রিম কোর্টের এপ্রিলের ডিভিশনের একটা রায় আছে, সংসদ সদস্যরা মন্ত্রিপরিষদ সচিবের ওপরে। হঠাৎ করে জুলাই মাসে…!’
এসময় সংসদ সদস্যকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘এটা কি বিলের সঙ্গে সম্পৃক্ত?’ জবাবে ফখরুল ইমাম বলেন, ‘এটা আমার সম্মানের সঙ্গে সম্পর্কিত, আমার এমপিদের সম্মানের সঙ্গে সম্পর্কিত।’ পরে স্পিকার বলেন, ‘এটা এখন বলতে পারেন না। এই বলে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।’
মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে বিষয়ে পরে শিক্ষামন্ত্রী বলেন, ‘পত্রিকায় কিভাবে কী রিপোর্ট আসছে, আমার জানা নেই। কিন্তু আমি বলেছি যেহেতু ১৮ তারিখ সংসদ শুরু হবে, তারপর দ্রুততার সঙ্গে উত্থাপনের চেষ্টা করব। যেদিন সংসদ পাস করবে, যদি সংসদ পাস করে তারপর আমরা দ্রুততার সঙ্গে ফলাফল দেবো। এটি অবশ্যই সংসদের এখতিয়ার। সংসদ কবে পাস করবে, তার ওপর নিশ্চয়ই কথা বলবার এখতিয়ার নেই।’ সংসদের এখতিয়োরের ওপর কারো হাত দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এমও