ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প-বাইডন দ্বৈরথ
১৯ জানুয়ারি ২০২১ ১৬:৪৮
করোনা (কোভিড-১৯) মহামারিকালে বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। খবর এএফপি।
সোমবার ( ১৮ জানুযারি) ইউরোপ ও ব্রাজিলের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন পিসাকি এই সিদ্ধান্তের বিরোধীতা করেন। এক টুইটার বার্তায় তিনি প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেন। তবে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের আগে – এমন বাদানুবাদকে ভালো চোখে দেখছেন না সংশ্লিষ্টরা।
With the pandemic worsening, and more contagious variants emerging around the world, this is not the time to be lifting restrictions on international travel.
— Jen Psaki (@jrpsaki) January 19, 2021
ওই টুইটে পিসাকি জানান, যুক্তরাষ্ট্রের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী প্রশাসন ২৬ জানুয়ারি এসব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী না। বাস্তবে, করোনার সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ আরও কঠোর করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটায় এবং বিশ্বব্যাপী নতুন প্রজাতির করোনার সংক্রমণ দেখা দিয়েছে। এমতাবস্তায় আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সময় এখনো হয়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিবেন তিনি। তবে চীন ও ইরানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
মূলত যুক্তরাষ্ট্র অভিমুখী বিমানের সকল যাত্রীদের নিজ নিজ দেশ ত্যাগ করার তিন দিনের মধ্যে করোনার পরীক্ষায় নেগেটিভ হতে হবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন ঘোষণা দেয়ার কয়েক দিন পর উভয় বিবৃতি দেয়া হলো।
এদিকে বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। তার কয়েক দিন আগেই ট্রাম্প ও বাইডেনের মধ্যে নতুন করে এই বিতর্ক দেখা দিলো।
সারাবাংলা/এনএস