কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া – ভারত বায়োটেকের হুঁশিয়ারি
১৯ জানুয়ারি ২০২১ ২৩:৪৫
ভারত বায়োটেক উদ্ভাবিত দেশটির নিজস্ব করোনা টিকা কোভ্যাক্সিন শরীরে নেওয়ার পর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে প্রতিষ্ঠানটি হুঁশিয়ার করেছে। খবর আল-জাজিরা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভারত বায়োটেকের পক্ষ থেকে – যারা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং অ্যালার্জি, জ্বর এবং রক্তক্ষরণের সমস্যায় ভুগছেন তাদেরকে টিকা নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে, টিকা নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এদিকে, ভারত বিশ্বের সর্ববৃহৎ টিকাদান কর্মসূচি শুরু করার পর থেকেই – টিকা নিয়েছেন এমন অনেকের মধ্যে ব্যাপকহারে অ্যালার্জির সংক্রমণ, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, মুখ-ঠোঁট বেঁকে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শরীরে র্যাশ ওঠা, শারীরিক দুর্বলতাসহ নানান পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে জানা যাচ্ছিল।
অন্যদিকে, প্রয়োজনীয় ট্রায়াল সম্পন্ন না করেও অনুমোদন পাওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল কোভ্যাক্সিন। কার্যকারিতার হার সন্তোষজনক না হলেও জানুয়ারির ৬ তারিখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকার সঙ্গে ওই করোনা টীকা অনুমোদন দেয় ভারতের ওষুধ প্রশাসন।
এমনকি, এখন পর্যন্ত কোভ্যাক্সিন তাদের কার্যকারিতার হার প্রকাশ করেনি।
Yesterday only 8 people took COVAXIN at AIIMS though the target was 100. No propaganda is bigger than human consciousness. No matter if Director himself took vaccine but AIIMS employees will not fall prey of jingoism unless u win their confidence by showing data #VaccinationDrive
— Harjit Singh Bhatti (@DrHarjitBhatti) January 19, 2021
এ ব্যাপারে ভারতের একজন স্বাস্থ্য কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন – স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। তবে, যে হাসপাতালগুলোতে ভারত বায়োটেকের টিকা দেওয়া হচ্ছে সেখানকার টিকা প্রদাণের হার তুলনামূলকভাবে কম।
পাশাপাশি, দিল্লির কয়েকটি হাসপাতালে চিকিৎসকরাও কোভ্যাক্সিন টিকা নেওয়ার ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেছেন বলে জানাচ্ছে আল-জাজিরা।
ওদিকে, সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত ভারতে মোট তিন লাখ ৮১ হাজার ৩০৫ জনকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সারাবাংলা/একেএম
করোনাভাইরাস কোভিড-১৯ কোভ্যাক্সিন পার্শ্বপ্রতিক্রিয়া ভারত বায়োটেক