বাংলাদেশসহ ১২ দেশকে ভারতের টিকা উপহার
২০ জানুয়ারি ২০২১ ০০:০৬
দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রতিবেশী ১২ দেশকে করোনা টিকা উপহার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। খবর দ্য প্রিন্ট।
সোমবার (১৮ জানুযারি) মোদি সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে।
এদিকে, ভারতে অনুমোদনপ্রাপ্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা উপহার হিসেবে পাচ্ছে – বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান, নেপাল এবং সিসিলি।
পাশাপাশি, ভারত বায়োটেকের উদ্ভাবিত কোভ্যাক্সিন উপহার হিসেবে পাবে – মালদ্বীপ, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, ওমান, বাহরাইন এবং মরিশাস।
এর আগে, ৩ জানুয়ারি কোভিশিল্ড এবং কোভাক্সিন নামের দু’টি করোনার টিকা অনুমোদন দেয় ভারত।
এ ব্যাপারে সোমবার ভারতের পররাষ্ট্র, স্বাস্থ্য এবং রাসায়নিক মন্ত্রণালয়ের যৌথসভায় উপহারের টিকা কীভাবে পাঠানো হবে তা নিয়ে আলোচনা করেছে।
সারাবাংলা/এনএস/একেএম