উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে চীন : পম্পেও
২০ জানুয়ারি ২০২১ ১২:১৩
চীন উইঘুর মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এমনকি দেশটি ‘মানবতাবিরোধী অপরাধ’ করছে বলেও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান পম্পেও। বিবৃতিতে পম্পেও বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চীন সরকার নেতৃত্বে দেশটির মুসলিম উইঘুর এবং জিনজিয়াংয়ের অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০১৭ সালের মার্চ থেকে স্থানীয় প্রশাসন উইঘুর মুসলিম এবং কাজাখ ও কিরগিজ জাতিসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালিয়েছে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের একদিন আগে পম্পেও এ মন্তব্য করলেন। এর আগে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বাইডেন বলেছিলেন, ‘জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা চালানো হয়েছিল।’
সারাবাংলা/এনএস