ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
২০ জানুয়ারি ২০২১ ১৪:১১
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির সাবেক ও বর্তমান ৯ জন কমকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। খবর আলজাজিরা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও ইরানি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী ও মানবাধিকারবিরোধী কাজে ভূমিকা রাখা ও অংশগ্রহণের জন্য’ এই ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ট্রাম্প ছাড়াও এই তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার, ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার, ট্রেজারি সচিব স্টিভেন মুনুচিন ও সিআইএর পরিচালক জিনা হাস্পেল।
এছাড়া দেশটির সাবেক জাতীয় সুরক্ষা উপদেষ্টা জন বোল্টন, যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক এবং তার পদে স্থলাভিষিক্ত হওয়া এলিয়ট আব্রামস এবং বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ অফিসের পরিচালক আন্ড্রেয়া গ্যাকি এই তালিকায় রয়েছেন।
এসব ব্যক্তির ইরানে ভ্রমণসহ দেশটিতে থাকা তাদের আর্থিক সম্পত্তি এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
প্রসঙ্গত, বুধবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজ ত্যাগ করেন ট্রাম্প। আর তার একদিন আগেই ট্রাম্পসহ দেশটির কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করলো ইরান।
সারাবাংলা/এনএস/এমআই