কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পর্যটকের নাম বাবলু (৩০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি দল কুয়াকাটায় ভ্রমণে আসে। আজ দুপুরে তারা তিন-চারজন মিলে সৈকতে গোসল করেতে নামেন। এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দিয়ে বালুতে পড়ে যান। এতে তিনি ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বাবুলের লাশ থানায় রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।