শপথ নিচ্ছেন বাইডেন, প্রস্তুত ক্যাপিটল হিল
২০ জানুয়ারি ২০২১ ১৬:৪৫
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিবিদ জো বাইডেন। এরই মধ্যে তার শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। ক্যাপিটল হিলও প্রস্তুত সীমিত পরিসরের শপথ অনুষ্ঠানের জন্য। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর রাজনৈতিকভাবে বিভাজিত এবং করোনাভাইরাস মহামারিতে জর্জরিত যুক্তরাষ্ট্রের হাল ধরতে হবে বাইডেনকে।
বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলে। জো বাইডেনের সঙ্গে আজ শপথ নেবেন তার রানিং মেট তথা যুকরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।
গত ৬ জানুয়ারি এই ক্যাপিটল হিলেই হামলে পড়েছিলেন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেই সংঘর্ষের জের ধরে শপথের আয়োজনে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। ওই সহিংসতা ও করোনাভাইরাস পরিস্থিতিতে গোটা আয়োজনই হবে অত্যন্ত সীমিত পরিসরে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। একই কারণে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতেও জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।
আরও একটি দিক থেকে এবারের মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান একটু ব্যতিক্রমী হবে। এর আগে প্রতিটি শপথ অনুষ্ঠানেই বিদায়ী প্রেসিডেন্ট উপস্থিত থাকতেন। তবে সেই রাজনৈতিক রীতি ভেঙে এবারের শপথে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, বুধবারই হোয়াইট হাউজ ছেড়েছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় বিদায়ী ভাষণ দেন তিনি। ভাষণে বলেন, মার্কিন জনগণের প্রার্থনা ও সমর্থনে আমরা যতটা সম্ভব ভেবেছি, তার চেয়ে বেশি অর্জন করেছি। কেউ ভাবেনি আমরা এতটা সফল হব।
প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মহামারির কারণে এবার মেইল ইন ব্যালট বা ডাকযোগে আগাম ভোট পাঠানোর কারণে নির্বাচনের চারদিন পর ফল প্রকাশ করা হয়। এই ভোটে জো বাইডেন পান ৩০৬টি ইলেকটোরাল কলেজ। আর প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ। আর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প পান ২৩২টি ইলেকটোরাল কলেজ।
সূত্র : আলজাজিরা ও বিবিসি।
সারাবাংলা/এনএস
ওয়াশিংটন ডিসি ক্যাপিটল হিল চলাচল সীমিত জো বাইডেন যুক্তরাষ্ট্র শপথ অনুষ্ঠান সীমিত পরিসরের আয়োজন