Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে: জব্বার

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৮:৪০

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে বিষয় নিয়েই লেখাপড়া করুক না কেন, তার পাশাপাশি ডিজিটাল বিষয়ে দক্ষতা অর্জন করা তাদের জন্য অপরিহার্য। চতুর্থ শিল্প বিপ্লব যুগের কর্মসংস্থানের জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই। মেধাচর্চার কেন্দ্রভূমি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে।’

বুধবার (২০ জানুয়ারি) পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত করোনা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক ওয়েবমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বিশ্বের আগামী সভ্যতা গড়ে উঠবে ডিজিটাল সংযুক্তির উপর। প্রচলিত শিক্ষা ডিজিটাল শিক্ষায় রূপান্তর না হলে কঠিন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের ডিজিটাল অবকাঠামো গড়ে উঠায় করোনাকালে ইন্টারনেটের চাহিদা দ্বিগুণ বেড়ে যাওয়া সত্ত্বেও বিনা প্রস্তুতিতেও আমরা তা সরবরাহ করতে সক্ষম হয়েছি। হয়তো স্থান ভেদে গতির কিছুটা দুর্বলতা ছিল। তবে এ বছরের মধ্যে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।’

পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ এন এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর হোসনে আরা বেগম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সাদেকুল আরেফিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, সিটি ব্যাংক কর্মকর্তা অরূপ হায়দার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর খসরু।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর