Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সংশ্লিষ্টতা: গুজরাটে ড্রাগন ফলের নাম পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২১ ১৯:০০

চীনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ভারতের গুজরাট রাজ্য ড্রাগন ফলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ফলটির নাম পাল্টে ‘কমলম’ (পদ্মের সংস্কৃত) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ড্রাগন ফলের নামটি যেহেতু চীনের সঙ্গে সংশ্লিষ্ট তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেহেতু, ফলটির বাইরের আকৃতি কিছুটা পদ্মের মতো তাই এর নাম কমলম করা হয়েছে।

এদিকে, ড্রাগন ফলের নাম পরিবর্তনের ইস্যু নিয়ে ভারতের নেটিজেনদের মধ্যে হাস্য-রসাত্মক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গুজরাট কার্যালয়ের নামও কমলম। তবে, চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হলেও ভারতের বাজারের বেশিরভাগ ড্রাগন ফল আসে দক্ষিণ আমেরিকা থেকে।

সারাবাংলা/একেএম

গুজরাট চীন ড্রাগন ফল দক্ষিণ আমেরিকা নাম পরিবর্তন ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর