Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝগড়ার সময় অশ্লীলকাণ্ড: বৃদ্ধের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: ঝগড়া করতে গিয়ে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত সিরাজুল ইসলাম (৬৫) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরু মেম্বারের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকালে সিরাজুলের সঙ্গে তার ভাইয়ের পরিবারের সদস্যদের ঝগড়া হয়। এসময় সিরাজুল ভাইয়ের পরিবারের কয়েকজন নারী ও শিশুর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ভাইয়ের ছেলে মিন্টু তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ করেন। পুলিশ গিয়ে সিরাজুলকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে।

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক সারাবাংলাকে বলেন, ‘আদালতে অভিযোগ আমলে নিয়ে ঘটনার সময় উপস্থিত তিন জনের সাক্ষ্য নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি নিজেও দোষ স্বীকার করেছেন। এরপর দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/টিআর

অশ্লীল অঙ্গভঙ্গি ঝগড়া বৃদ্ধের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর