তাপমাত্রা জটিলতা: আসামে হাজার ডোজ টিকা নষ্ট
২০ জানুয়ারি ২০২১ ২০:০৮
নির্ধারিত তাপমাত্রায় করোনা টিকা রাখতে ব্যর্থ হওয়ায়, ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় নষ্ট হয়েছে এক হাজার ডোজ কোভিশিল্ড টিকা।
এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, টিকা প্রয়োগের আগ মুহুর্তে দেখা যায়, সেগুলো জমে বরফ। কী ভাবে এমনটা হল – জানতে দুই দফা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এমতাবস্থায়, ভারতের প্রতিষেধক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, টিকার আওতায় আসা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য সংরক্ষণের অ্যাপ কো-উইন নিয়েও প্রশ্নের মুখে ভারতের কর্তৃপক্ষ।
এর আগে, ত্রুটির কারণে মহারাষ্ট্রে টিকাদান কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল।
এদিকে, ওই অ্যাপের সমস্যার কারণে আসামের ১২ জেলায় বুধবার (২০ জানুয়ারি) টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, শিলচর মেডিকেল কলেজের আইএলআর বা রেফ্রিজারেটরটি নষ্ট থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
সারাবাংলা/একেএম
আসাম করোনা টিকা করোনা ভ্যাকসিন কাছাড় কোভিশিল্ড তাপমাত্রা ভারত শিলচর