বেনাপোল: যশোরের শার্শায় বাগআঁচড়া বাজার থেকে তাসিন নামে ২৪ দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাচ্চাটি চুরি হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবজাতক তাসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পতির ছেলে সন্তান।
তাসিনের পিতা আশরাফুল বলেন, অপরিচিত এক মহিলা গত ১৫ দিন আগে আমাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সে অনুযায়ী ওই মহিলা বুধবার সকালে আমার বাসায় গিয়ে ১০ হাজার টাকা দিবে বলে তাসিনের মা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে। একপর্যায়ে তারা নাস্তা করার জন্য একটি হোটেলে প্রবেশ করলে মহিলাটি তাসিনের মা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায়।
ইনচার্জ উত্তম কুমার জানান, স্থানীয় লোকজন আমাদেরকে বিষয়টি জানালে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তবে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।