স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিএনপি যেন আগে ভ্যাকসিন পায়
২০ জানুয়ারি ২০২১ ২২:৩৩
ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি আগে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যেন, বিএনপিকে আগে ভ্যাকসিন দেওয়া হয়।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।
ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি লুটপাটের দল। তাই তারা সবকিছুতে লুটপাট দেখে।’
‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিন নিয়ে সরকার লুটপাট করছে ও দলীয়করণ হচ্ছে’ এটি আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিকে বলিষ্ঠ হাতে মোকাবিলা করছেন। এটিকে বিশ্বের সবাই প্রশংসা করেছে। ব্লুমবার্গের মতে, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সবার আগে। পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ২০ তম।’
‘তারা (বিএনপি) মনে করেছিল, এই করোনা মহামারিকে সরকার সহজে মোকাবিলা করতে পারবে না। যখন সেটি হয়নি, তারা আশা করেছিল এই মহামারিতে যেন একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়। সেটিও হয়নি, সেটি না হওয়ায় তারা প্রচণ্ড হতাশ। এরপর তারা গুজব রটিয়েছে যে দেশে ভ্যাকসিন আসছে না। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। এমনকি আমরা ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছি এবং সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। যখন সব কিছুতেই ব্যর্থ হচ্ছে তখন ভ্যাকসিন নিয়ে বিএনপি অন্য কথা বলে বেড়াচ্ছে’ বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি লুটপাটের দল, তাই তারা সবকিছুতে লুটপাট দেখে। একটি নীতিমালার মাধ্যমে সরকার ভ্যাকসিন প্রয়োগ করবে। যারা করোনা মহামারিতে ফ্রন্টলাইন ফাইটার তারাই নিশ্চয় প্রথমে পাওয়ার অধিকার রাখে। সুতরাং যাদের আগে দেওয়া প্রয়োজন, তাদের আগে দেওয়া হবে এবং বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায় তাহলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়।’
সারাবাংলা/জেআর/একে