Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজাউলের ক্যাম্প ভাঙচুর, আ.লীগ-বিএনপি সংঘাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ০১:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপি কার্যালয়ের অদূরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় বিএনপি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার নূর আহমদ সড়কে এসব ঘটনা ঘটে। ওই সড়কে নাসিমন ভবনে নগর বিএনপির দলীয় কার্যালয়। এর অদূরে রাবেয়া রহমান গলির সামনে মেয়র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর নগরীর জামালখান ও নন্দনকান এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী শৈবালের অনুসারীরা নুর আহমদ সড়কে যান। তারা নাসিমন ভবনের সামনের সড়কে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মূল সড়ক অবরোধ করেন। গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর নাসমিন ভবনের ভেতরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শৈবালের অনুসারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাত ১১টার দিকে পুলিশ ও র‌্যাবেরর টিম যৌথভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন হামলার জন্য নাসিমন ভবনে থাকা বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। এছাড়া হামলায় তার চার কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন।

বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কেউ তাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেনি। অথচ ছাত্রলীগের ছেলেরা এসে আমাদের কার্যালয়ে ইট-পাটকেল ছুঁড়েছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি ভেঙেছে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর নিয়ে সমস্যা হয়েছে। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/আরডি/টিআর

আ.লীগ প্রার্থীর ক্যাম্প আ.লীগ-বিএনপি সংঘাত কার্যালয় ভাঙচুর ক্যাম্পে ভাঙচুর টপ নিউজ রেজাউলের নির্বাচনি ক্যাম্প

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর