Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ০৯:৩০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানো নিয়ে দুই ভাইয়ের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হন বড় ভাই।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের পাঁচ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড় ভাই রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোন দিয়ে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন। এ সময় ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫) তাকে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। কিন্তু বড় ভাইয়ের স্ত্রী বাধা না মানায় রাগে ওই মোবাইলটি ভেঙে ফেলেন সঞ্জিত।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সঞ্জিত ও বড় ভাই রঞ্জিতের স্ত্রী এবং পরবর্তীতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সঞ্জিত কয়রা চা গাছের কলম কাটার কাজে ব্যবহৃত দা দিয়ে রঞ্জিতের গলায় আঘাত করেন।

বিজ্ঞাপন

পরে আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক সারাবাংলাকে জানান, নিহত রঞ্জিতের লাশ ইতোমধ্যে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সঞ্জিতকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা-সহ আটক করা হয়েছে।

সারাবাংলা/এনএস/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর