Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদের প্রয়োজন তারা আগে ভ্যাকসিন পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১২:৪২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৫:৫৭

ঢাকা: ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, এখন আর কোনো প্রকার গুজবে কান দেবেন না। যাদের প্রয়োজন তারা আগে ভ্যাকসিন পাবেন। সরকার একজনকেও বঞ্চিত করবে না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন, একটি মহল সব কিছুতেই গুজব তৈরি করার চেষ্টা করে। তাদের ব্যাপারে সচেতন থাকবেন। ভ্যাকসিন নিয়ে তারা যেন কোনো রাজনীতি করতে না পারে। যাদের প্রয়োজন তাদের একজনকেও ভ্যাকসিন বঞ্চিত করা হবে না। এজন্য আমরা একটি অ্যাপ তৈরি করছি, একটি শক্ত কমিটিও হচ্ছে।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি গ্রহণ করেছে। আমরা তাদের কাছ থেকে বুঝে নেব। পরিকল্পনামাফিক স্টোরেজ করে তা বিতরণ করা হবে। ভ্যাকসিন বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন।

তবে প্রথম ভ্যাকসিনটি কে নেবেন এ ব্যাপারে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।

সারাবাংলা/টিএস/এমআই

করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর