সুবর্ণচর থেকে খোকন ডাকাত গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৪:০৮
২১ জানুয়ারি ২০২১ ১৪:০৮
নোয়াখালী: সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট থেকে মেঘনা ও চরাঞ্চলের ত্রাস এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন বাহিনীর প্রধান খোকন ডাকাতকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার খোকন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চর গজারিয়া এলাকার ইসলাম মাঝির ছেলে।
পরিদর্শক মো. ইব্রাহিম খলিল বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চর হাসান গ্রামের ভূঁইয়ারহাট থেকে খোকনকে গ্রেফতার করা হয়। সে চর জব্বর থানার একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে খোকন ডাকাতকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
সারাবাংলা/এসএসএ