Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের বিজয়ে গণতন্ত্রের জয়: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৫:২২

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের করোনা টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে বৃহ্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা আনন্দিত, বাইডেন কাল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এতে গণতন্ত্রের জয় হয়েছে। আমরা খুবই খুশি। আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই উনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।’

আব্দুল মোমেন বলেন, ‘আরেকটি সুখবর হলো, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি প্যারিস অ্যাগ্রিমেন্টে ফিরে গেছেন। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। আমরা বিশেষভাবে উনাকে এজন্যও ধন্যবাদ জানিয়েছি।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

গণতন্ত্র ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বাইডেন বিজয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর