জিজ্ঞাসাবাদের পর পি কে হালদারের ২ সহযোগী গ্রেফতার
২১ জানুয়ারি ২০২১ ১৫:৫৩
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হলে জিজ্ঞাসাবাদ শেষে দুদক তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের গ্রেফতার করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন।
দুদকের তলবি নোটিশে সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এর আগে, পি কে হালদারের দুর্নীতিতে সহযোগিতা করায় তার বান্ধবি অবন্তীকা বড়ালকে ১৩ জানুয়ারি এবং ঘনিষ্ঠজন শংখ বেপারীকে ৪ জানুয়ারি গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পি কে হালদার ও তার সহযোগী এবং ৩৯ প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার কোটি টাকাও ফ্রিজ করেছে দুদক। এসব টাকা পি কে হালদার ও সহযোগিদের ব্যাংক হিসাবে গচ্ছিত ছিলো।
উল্লেখ্য, প্রশান্ত কুমার হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে ৩ হাজার ৫০০ কোটি দেশের বাইরে টাকা পাচার করেছেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দশ হাজার কোটি টাকা।
এছাড়া পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে শুক্রবার (৮ জানুয়ারি) রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল এই নোটিশ জারি করেছে।
সারাবাংলা/এসজে/এমও