ভারতের ৩ কৃষি আইন ১৮ মাস ‘স্থগিত’
২১ জানুয়ারি ২০২১ ১৬:৫৮
কৃষক আন্দোলনের মুখে বিতর্কিত তিন কৃষি আইন ১৮ মাসের জন্য স্থগিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। মোদি সরকারের এই সিদ্ধান্ত কৃষকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। খবর বিবিসি।
বুধবার (২০ জানুয়ারি) মোদি সরকারের সঙ্গে কৃষকদের দশম বৈঠককের পর এমন দাবি করে অন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর প্রতিনিধিদের একাংশ।
বৈঠক শেষে কৃষক নেতা বালকিসান সিংহ জানান, দশম দফা বৈঠকে নতুন প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবে বলা হয়, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেলের পর্যালোচনা চালাকালে দেড় বছর পর্যন্ত তিনটি কৃষি আইন স্থগিত রাখা যেতে পারে।
দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমর বলেন, কৃষকদের জানানো হয়েছে, সরকার এক বা দেড় বছরের জন্য কৃষি আইনটি স্থগিত রাখতে প্রস্তুত। কৃষক সংগঠনগুলোও এই প্রস্তাবে খুশি। কৃষক নেতারা আগামীকাল বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা করবেন। এরপর ২২ জানুয়ারির বৈঠকে তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন।
তবে এই আইন কোনো মতেই বাতিল করা হবে না। তা শুধু পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন ভারতের কৃষিমন্ত্রী।
এর আগে, ২০২০ সালের ডিসেম্বরের প্রথম দিকে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কৃষি আইনে সংশোধন করার প্রস্তাব দেয় নরেন্দ্র মোদির সরকার। কিন্তু, কৃষক নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের দাবি ৩টি আইনই পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে মোদি সরকারের পাস করা নতুন ৩টি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেশটির কৃষক সংগঠনগুলো। এক পর্যায়ে তারা রাজধানী দিল্লির চারপাশে অবস্থান নেয়। কয়েক দফা আলোচনা করেও কৃষকদের বোঝাতে ব্যর্থ হয় সরকার। অবশেষে দশম বৈঠকে প্রায় তিন মাস ধরে চলা এই আন্দোলনের সমাধানের রাস্তা দেখা দিয়েছে।
সারাবাংলা/এনএস/একেএম