নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় বাংলা ফুড কোম্পানির পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।