Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদে জোড়া বিস্ফোরণ, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২১ ১৭:৩৪

ইরাকের রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ার নামের একটি বাণিজ্যিক এলাকার রাস্তায় জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৩ জন। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরাকের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন – ওই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে বিস্ফোরণের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর এবং অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিতকরণের কাজ চলছে।

এ ব্যাপারে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে – একটি পুরাতন কাপড়ের খোলা বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের সকলেই বেসামরিক নাগরিক।

এর আগে, ২০১৯ সালে বাগদাদে সর্বশেষ এ রকম আত্মঘাতী বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়েছিল।

 এ প্রতিবেদন লেখা অবধি কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

সারাবাংলা/একেএম

আত্মঘাতী হামলা বাগদাদ মৃত্যু

বিজ্ঞাপন

অটোরিকশা সংকটের সমাধান কোথায়?
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর