Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা চুরির অভিযোগে জালালপুর ইউপি’র চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৭:৫৮

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ ও ইউপি সদস্য মোছাম্মৎ সালেহা বেগমকে বরখাস্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা তছরুপের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই আদেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। তিনি জানান, গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আ বুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ এই দুই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে দুই কিস্তিতে মৌলিক থোক বরাদ্দকৃত ১৫ লাখ ৫১ হাজার ৮৮২ টাকা ও ১৪ লাখ ৬৩ হাজার ৯৬২ টাকাসহ সর্বমোট ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, সাবেক ইউপি সচিব এস এম জিয়াউল করিম ও ইউপি সদস্য সালেহা বেগমের যৌথ স্বাক্ষরে জালালপুর ইউপির ব্যাংক অ্যাকাউন্টের ১২৯টি চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। পরে তা সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক সচিবের নিজের সঞ্চয়ী হিসাবে (নং-৪২১৩৪৩৪১৩৩৯০১) স্থানান্তর করা হয়।

এর জেরেই, স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যান সুলতান মাহমুদ এবং সদস্য মোছাম্মৎ সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সারাবাংলা/এমও

ইউপি চেয়ারম্যান জালালপুর টাকা চুরি বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর