সিরাম ইনস্টিটিউটে আগুন: ৫ মরদেহ উদ্ধার
২১ জানুয়ারি ২০২১ ১৯:০০
ভারতের পুনের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএনআই।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
We have just received some distressing updates; upon further investigation we have learnt that there has unfortunately been some loss of life at the incident. We are deeply saddened and offer our deepest condolences to the family members of the departed.
— Adar Poonawalla (@adarpoonawalla) January 21, 2021
এর আগে, প্রতিষ্ঠানটির এক নম্বর টার্মিনাল গেট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ভারতে স্থানীয়ভাবে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট। সেখানে উৎপাদিত ভ্যাকসিনই বাংলাদেশেও আসার কথা রয়েছে। তবে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভ্যাকসিন যে অংশটুকুতে রয়েছে, তা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কিন্তু, প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
I would like to reassure all governments & the public that there would be no loss of #COVISHIELD production due to multiple production buildings that I had kept in reserve to deal with such contingencies at @SerumInstIndia. Thank you very much @PuneCityPolice & Fire Department
— Adar Poonawalla (@adarpoonawalla) January 21, 2021
সারাবাংলা/একেএম