Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলি করে হত্যা, ৯ বছর পর ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৯:৫২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলীতে গুলি করে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

২০১২ সালে মদিনা ট্রেডিং করপোরেশনের কালেকশন ম্যানেজার মো. হাবিবুর রহমানকে (৫৫) হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। ঘটনার ৯ বছর পর সাজা পেলেন আসামিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিনতাইকারীর নাম মো. মোস্তফা মুন্সী। একই রায়ে তার সহযোগী আ. সাত্তার ওরফে কানা সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাত্তারকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস কারাভোগের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রায়ে মজিবর রহমান নলী নামে এক ব্যক্তির অপরাধ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা থেকে জানা যায়, ২০১২ সালে কদমতলী থানাধীন লাল মসজিদ এলাকায় মদিনা ট্রেডিং করপোরেশনের কালেকশন ম্যানেজার মো. হাবিবুর রহমানের কাছে থাকা কোম্পানির টাকা ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ চালানো হয়। টাকা দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা হাবিবকে গুলি করেন। এরপর টাকা নিয়ে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা পালিয়ে যান।

ছিনতাইকারীদের গুলিতে হাবিবুর রহমানের মৃত্যু হয়। মাহবুবুর রহমান (দিপু) নামে আরেকজনের শরীরে গুলি লাগলেও চিকিৎসা শেষে তিনি বেঁচে যান।

গুলি করে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পরদিন একটি হত্যা মামলা করে। মামলার তদন্ত শেষে ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

পরের বছরে আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলায় ১৪ জনের সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষে মামলায় ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান। আসামিপক্ষে ছিলেন কাজী বিয়াজুল ইসলাম।

সারাবাংলা/এআই/একে

ছিনতাইকারী ছিনতাইকারীর মৃত্যুদণ্ড টপ নিউজ মদিনা ট্রেডিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর